চরকিতে ‘কিংস্লেয়ার’

ফানাম নিউজ
  ১০ জুন ২০২২, ০৮:৪৯

একটি বদ্ধ হোটেল। তুষারঝড়ে সেখানে আটকা পড়েছে কয়েকজন মানুষ আর একটি মৃতদেহ। হোটেলে থাকা সবাইকে দায়ী করা হয় এই খুনের জন্য। সবাই নিজেকে নির্দোষ প্রমাণ করতে আর এই বন্দিদশা থেকে মুক্তি পেতে মরিয়া। এখান থেকেই শুরু হয় নতুন গল্প। কীভাবে ধরা পড়বে আসল খুনি? কীভাবে হোটেলে আটকা পড়া মানুষেরা নিজেদের নির্দোষ প্রমাণ করবে? জানতে হলে দেখতে হবে ভাহিদ আমিরখানি পরিচালিত চরকি ফরেন ফিল্ম কিংস্লেয়ার।

মিস্ট্রি-থ্রিলার ঘরানার এই ইরানি সিনেমা আজ মুক্তি পাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে। আজ রাত ৮টায় বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ৮১ মিনিটের বাংলায় ডাব করা সিনেমাটি।

চরকিতে বৃহস্পতিবার মানেই নতুন কনটেন্ট। অরিজিনাল বা ডাব কনটেন্ট—যেটাই হোক, প্রতি সপ্তাহে চরকিতে নতুন কনটেন্ট মুক্তি পাবেই। এর ধারাবাহিকতায় আজও এর ব্যতিক্রম হবে না।

কিংস্লেয়ার-এ অভিনয় করেছেন মাহনাজ আফসার, হাদি হেজাজিফার, মাজিদ সালেহিসহ আরও অনেকে। ইরানি ভাষায় নির্মিত ভিন্নধর্মী চলচ্চিত্র এটি। রহস্য আর রোমাঞ্চের মিশেলে দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা হবে। সিনেমাটি দর্শক উপভোগ করতে পারবেন পরিবার নিয়ে।

কিংস্লেয়ার ২০১৯ সালে ইরানে মুক্তির পর সাড়া জাগায়। চরকিতে কিংস্লেয়ারসহ সময় নিয়ে দেখে ফেলতে পারেন বাংলায় ডাব করা পিগ জেনে, জিরো ফ্লোর, মিরাকল ইন সেল নং ৭–এর মতো ইরানি, টার্কিশসহ ভিনদেশি ভাষার দুর্দান্ত সিনেমাগুলো।