ওটিটিতে আসছে ‘আরআরআর’

ফানাম নিউজ
  ১৪ মে ২০২২, ১৭:১৪

বক্স অফিসে দাপিয়ে ওটিটিতে আসছে ভারতের তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির তুমুল ব্যবসা সফল সিনেমা আরআরআর। 

২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় নির্মাতা বাহুবলীর নির্মাতা এস এস রাজমৌলির এই সিনেমাটি। আর মুক্তির প্রথম দিনে ভারতীয় সিনেমার ইতিহাসে আয়ের দিক থেকে সর্বকালের রেকর্ড গড়ে আরআরআর। একদিনে ২৫৭ কোটি রুপির ব্যবসা করে সিনেমাটি।

শুধু তাই নয়, ভারতীয় সিনেমা ইতিহাসে বক্স অফিস আয়ের দিক দিয়ে এখন চতুর্থ স্থানে রয়েছে আরআরআর। এর আগে রয়েছে দঙ্গল (২০২৪ কোটি রুপি), বাহুবলী: দ্য কনক্লুশন (১৮১০ কোটি রুপি) এবং শুক্রবারের হিসেব অনুয়ায়ী কেজিএফ চ্যাপ্টার টু (১১৮০ কোটি রুপি)।

এদিকে আরআরআর এ পর্যন্ত ১১২৭ কোটি রুপির ব্যবসা করেছে। ব্যবসা সফল এই সিনেমাটি ২০ মে আসছে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। তামিল, তেলেগু, মালায়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে আরআরআর, কিন্তু ওটিটিতে শুধুমাত্র তেলেগু ভাষারটি মুক্তি পাচ্ছে বলে জানিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

তেলেগু বিপ্লবী আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করেন রাজমৌলি। এতে অভিনয় করেছেন রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগনসহ আরও অনেক তারকা।

সূত্র: দেশ রূপান্তর