আমি মুসলমান মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ:মীর

ফানাম নিউজ
  ০২ অক্টোবর ২০২১, ১৭:০২

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ মীর আফসার আলি। সম্প্রতি একটি ভিডিওতে ছোটবেলায় দুর্গাপূজার অভিজ্ঞতা শেয়ার করে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। আক্ষেপের সুরে তার ভাষ্য, এত যুগ পরেও মানুষকে বোঝানো গেল না যে, ধর্ম যার যার নিজের ব্যাপার। কিন্তু উৎসব সবার।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে এ বিষয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন মীর। পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

'নিজেকে আমি বারবার খুঁজে পেয়েছি, ইনোভেট করেছি নতুন আমিকে। সেরকম একটা গল্প, একটা অনুভূতি শেয়ার করছি আপনাদের সঙ্গে… যদিও ইতিমধ্যে ধর্মের নামে কিছু বিজ্ঞ মানুষ জ্ঞান ফলাতে চলে এসেছেন। এত যুগ বাদেও মানুষকে বোঝানো গেল না যে ধর্ম যার যার নিজের ব্যাপার কিন্তু *উৎসব* সবার।

যাক গে। বড় বড় মনীষিরা যেটা করে যেতে পারেননি, সেটা আমার মতন একজন অতি সামান্য ক্ষুদ্র মানুষ কি করে পারবে। এত দিন বাদেও এটা যিনি বুঝে উঠতে পারলেন না, তিনি ভবিষ্যতেও পারবেন না। তার জন্য করুণা। আর বুক ভরা ভালবাসা।

এই ভিডিওটি হতে পারে একটি বিজ্ঞাপনী প্রচার কিন্তু এর মাধ্যমে বলা কথাগুলো আমার ছেলেবেলার সঙ্গে যুক্ত। বহু কষ্টে বেড়ে ওঠার সময়কার এক অধ্যায়। যেদিন মির্চির অফিসে বসে এটা নিয়ে পরিকল্পনা হয়েছিল, ভেবেছিলাম আমার ক্ষুদ্র জীবনের এই বিশেষ পর্বটা মানুষের মন ছুঁয়ে যাবে, একটু হলেও তাঁদের বাবা-মা, তাদের শৈশবের দিনগুলোয় ফিরিয়ে নিয়ে যাবে। এখন দেখছি মস্ত বড় ভুল করেছি।

যাই হোক… বড় একটা শিক্ষা হল আমার। অশেষ ধন্যবাদ তাদের যারা বার বার মনে করিয়ে দেন আমি শুধুই একজন মুসলমান, আর অন্য কোনো পরিচয় নেই মীরের। আপনারা ভালো থাকবেন। বড্ড হতাশ হলাম। আবার।'