সাড়ে চার বছর পর হলে এমন ভিড় দেখলাম : পূজা চেরি

ফানাম নিউজ
  ০৫ মে ২০২২, ০৭:১০

ঈদে মুক্তি পেয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন শাকিব খান ও পূজা চেরি। 

এ ছবির শুটিং হয়েছে জামালপুরের বিভিন্ন লোকেশনে। প্রথম দিন থেকেই গলুই দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকরা।

বুধবার সাভার সেনা অডিটোরিয়ামে গিয়েছিল ‘গলুই’ টিম। সেখানে দর্শকদের ভিড় দেখে বিস্মিত পূজা চেরি। সেই ভিড়ের ছবি ও ও ভিডিও প্রকাশ করেছেন নিজের ফেসবুকে।

পূজা চেরি হলের দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি প্রায় সাড়ে চার বছর পর কোনো সিনেমা হলে এত ভিড় দেখলাম। করোনার পর হতাশ হয়ে গিয়েছিলাম যে সিনেমা রিলিজের পর আমার সিনেমার উপচে পড়া ভিড় দেখব কিনা। কিন্তু আপনাদের ধন্যবাদ আপনারা গলুই দেখতে ছুটে এসেছেন। আমি ভাবিনি এত উপচে পড়া ভিড় এখানে দেখব।’

ছবির পরিচালক অলিক বলেন, ‘আমরা ছবিটির জন্য খুব ভালো সাড়া পাচ্ছি। একটা সংশয় ছিল যে লোক হবে কি না। কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় দেখে আমি আশাবাদী ‘গলুই’ নিয়ে। বাকিটা সময় বলবে।’
 
সরকারি অনুদানে ‘গলুই’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরি। এতে আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ ও কণা।

ছবিটি ঈদ উপলক্ষে আজ ৩ মে মুক্তি পেয়েছে মোট ২৮টি সিনেমা হলে। ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, সীমান্ত সম্ভার, মিরপুর ও মহাখালী চারটি শাখায় চলছে ‘গলুই’। এছাড়াও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, জিঞ্জিরার লায়ন সিনেপ্লেক্স, নবীনগরের সেনা অডিটোরিয়ামে দেখা যাবে সিনেমাটি।

ঢাকার বাইরে ‘গলুই’ দেখা যাচ্ছে সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), রূপকথা (পাবনা), মডার্ন (দিনাজপুর), সনিয়া (বগুড়া), ঝুমুর (জয়দেবপুর), বিজিবি (সিলেট), স্বর্ণমহল (রূপসী), সাথী (আড়াইহাজার), সোহাগ (ঘোড়াশাল), রংধনু (নজিপুর), চিত্রালি (খুলনা), আশা (মেলান্দহ, জামালপুর), রুমা (মুক্তাগাছা), আনন্দ (কুলিয়ারচর), মল্লিকা (উল্লাপাড়া), শিল্পকলা (জামালপুর), নুরুন্নাহার মাল্টি (মাদারগঞ্জ, জামালপুর), ফরিদুল হক খান অডিটোরিয়াম (ইসলামপুর, জামালপুর), কথাচিত্র (কটিয়াদি), নাজমা ( জয়পুরহাট) ও আলোছায়া (শরীয়তপুর) হলগুলোতে।

সূত্র: দেশ রূপান্তর