শিরোনাম
এবার ঈদুল ফিতর উপলক্ষ্যে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও গীতিকবি তানিম মাহমুদ এর নতুন গান "মায়াবতী" মুক্তি পাচ্ছে।
গানটা সম্পর্কে জিজ্ঞেস করলে শিল্পী জানান, আমার বেশ কিছু নতুন গান এর কাজ শেষ করেছি। এক এক করে গান গুলো বিভিন্ন ডিজিটাল প্লাটফর্ম এ প্রকাশ করবো। মায়াবতী একটি নিরেট প্রেমের কথা সম্বলিত ফোক ঘরানার গান। গানটার সঙ্গীত আয়োজন করেছেন সঙ্গীতজ্ঞ মহান ফাহিম, আর অনুভুতির দিক দিয়ে এটি স্যাড রোমান্টিক গান।
একটা গান এর উৎপত্তি যে কোন ভাবেই হতে পারে। কখনো নিজের কথা কিংবা অন্য কারো জীবনের এর গল্প থেকে গান এর উদ্ভব হয়। কথা কে যখন সুরে আরোপ করে গানে পরিনত করা হয় তখন সেটা আর শুধুই ব্যাক্তিগত আলাপ থাকেনা এটা সার্বজনীন সামাজিক ও সকলের হয়ে যায়। গানটা লিখেছিলাম কয়েক বছর আগেই লেখনিতেই সুর লুকিয়ে ছিলো, একদিন শীতের শেষের দিকে বসন্তের আগমনীর প্রাক্কালে ঠিক এমন এক সকালে প্রকৃতির মাঝে বসে রেওয়াজ করছিলাম, হঠাৎ দুরে কোথাও থেকে একটা চিরচেনা দোতারার বৈরাগী সুর কানে ভেসে আসলো, আর আশেপাশে নাম না জানা ফুলের সুবাসিত ঘ্রাণে মনটাকে মাতোয়ারা করে দিলো। আর আমি মনের অজান্তেই আওড়িয়ে যায় গানের কথায়।
"নাম না জানা ফুলের সুবাসে
মন কেন উতলা,
উড়ু, উড়ু মন
কোথায় হারালো নিজেও তো
সে জানেনা,
আনমনা সুর দুরে বাজে
দোতারা তারে কিছু তে
ভোলাতো গেলো নাহ্,
এতো মায়া যার তরে
পরাণ কান্দে,
সেই তো শুধুই বোঝেনা -
ও মায়াবতী তোমারে
ভালোবাসিয়া কিযে হলো ক্ষতি
ও মায়াবতী বুঝিবে,বুঝিবে
তুমিও জ্বালা কি পিরিতির"
(গানের কিছু অংশ বিশেষ )
শিল্পী তানিম মাহমুদ আরও জানান -
মায়াবতী চির চেনা সেই পুরনো বাঙালী প্রেমিক এর নিঃস্বার্থ অবুঝ ভালোবাসার গান ও গল্প।
মায়াবতী গানটির চিত্র সংগীত আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো।
YouTube channel link -