শিরোনাম
ঈদের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। পাশাপাশি প্রযোজক হিসেবেও সক্রিয়। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি
হালচাল...
ঢাকাতেই আছি। শ্যুটিংয়ের ব্যস্ততা এখন কিছুটা কম। এবারের ঈদে তুলনামূলক কম কাজ করছি। কারণ, যেসব নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি, তার বেশিরভাগই কমেডি গল্পের। প্রতিনিয়ত কমেডি নাটকে অভিনয় করতে ভালো লাগে না। তারপরও অনুরোধে কিছু নাটকের কাজ করছি।
ব্যতিক্রম...
প্রতি বছরই ঈদে আমার অভিনীত নাটকের আধিক্য থাকে। এই ঈদ তার ব্যতিক্রম হবে। আসলে আমি অল্পসংখ্যক নাটকেই অভিনয় করেছি ঈদের আগে। শুনেছি অনেক আগে নির্মাণ করা কিছু নাটকও প্রচার হবে। আগের মতো কাজে উৎসাহ পাই না। গতানুগতিক কাজ করতে ভালোও লাগে না। এসবের পরিবর্তন হওয়া দরকার। আমি মনে করি, দর্শকও আগ্রহ হারাচ্ছে।
প্রযোজনা...
আমার প্রযোজনা সংস্থা থেকে প্রতি ঈদেই একাধিক নাটক নির্মিত হয়। সবগুলো নাটকেই আমি অভিনয় করি, তা কিন্তু নয়। আমি অনেক সম্ভাবনাময় নতুন ছেলেমেয়েকে সুযোগ করে দিই। সঙ্গে যারা গুণী অভিনয়শিল্পী কিন্তু নানা কারণে আগের মতো অভিনয়ের সুযোগ পান না, তাদের কথাও মাথায় রাখি। কারণ, আমার প্রযোজিত নাটকগুলোতে শুধু প্রেমিক-প্রেমিকার প্রেম দেখানো হয় না। এতে নানা বয়সী শিল্পীর চরিত্র থাকে। পরিবারের গল্প থাকে, গ্রামের গল্প থাকে। তাই অনেকেই কাজ করার ভালো সুযোগ পান। ভালো নির্মাতার খবর পেলে তাকে দিয়েও নাটক নির্মাণ করি। নিজেও কিছু নাটক পরিচালনা করি।
তেলবাজি কোচিং সেন্টার...
এবার ঈদে একটি ৭ পর্বের ঈদ ধারাবাহিক নাটক নির্মাণ করছি আমার প্রযোজনা সংস্থা থেকে। এর নাম ‘তেলবাজি কোচিং সেন্টার’। নাটকের নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি কমেডি ধাঁচের নাটক। গল্পটি সত্যি মজার। তাই কাজ করতে একঘেয়েমি লাগেনি। কমেডি নাটক এড়িয়ে গেলেও এই নাটকের রচয়িতা জাকির হোসেন উজ্জ্বল হিউমারকে এমনভাবে তুলে ধরেছেন যে নাটকটি না করে পারিনি। পরিচালক হানিফ খানও খুব সাটেল ওয়েতে দৃশ্য ও চরিত্রগুলোকে তুলে ধরেছেন। মানে, আমরা কমেডির নামে ভাঁড়ামি করতে চাইনি। দর্শক এ নাটকে ভাঁড়ামি খুঁজে পাবে না। নাটকটি ঈদের ৭ দিন বৈশাখী টিভিতে প্রচার হবে। নাটকটির কেন্দ্রীয় একটি চরিত্রে আমি অভিনয়ও করেছি।
ঈদ উদযাপন...
এবারও রাজধানীতেই ঈদ উদযাপন করব। তবে ঈদের আগেই ১৯ এপ্রিল সৌদি আরবে যাচ্ছি ওমরাহ করতে। এ জন্যও কাজ কম করছি। এটি অনেক দিন আগের পরিকল্পনা। সবার কাছে দোয়া চাই যেন সুস্থভাবে ওমরাহ হজ সম্পন্ন করে দেশে ফিরতে পারি।
সূত্র: দেশ রূপান্তর