শিরোনাম
অবশেষে কাপুর পরিবারেরই বউ হলেন আলিয়া ভাট। আর এর মধ্য দিয়ে রণবীর আলিয়াকে নিয়ে সব জল্পনা–কল্পনার অবসান হলো। গতকাল দুপুরে বেশ সাধারণভাবেই পাঞ্জাবী রীতিতে বিয়ে হলো তাদের।
টাইমস অব ইন্ডিয়ার খবর, মুম্বাইয়ের পালি হিলের বাস্তুতে পাঞ্জাবি রীতিতে রণবীর কাপুর ও আলিয়ার বিয়ে হয়। কোনো আয়োজন ছিলো না এ বিয়েতে। অনেকটা ঘরোয়া এবং সাধারণ বিয়ে।
গণমাধ্যমটি বলছে, রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর চেয়েছিলেন অনেক ধুমধাম করে ছেলের বিয়ের দিতে। কিন্তু তিনি না থাকায় ধুমধাম আয়োজন আর হয়নি। রণবীরের সিদ্ধান্তেই ঘরোয়া আয়োজনে হয় বিয়ে।
এর আগে গতকাল রণবীরের গায়েহলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় বিয়ের তোড়জোড়। বিয়ে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। বিয়ের সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল ‘৯/১১’ এজেন্সিকে। তাই বাস্তুর বাইরে ছিল মুম্বাইয়ের এই নামকরা নিরাপত্তা সংস্থার ৪০ জন নিরাপত্তারক্ষী।
বিয়েকে ঘিরে বাস্তু বাসভবনে কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর সাহনি, সোনি রাজদান, মহেশ ভাট, পূজা ভাট, শাহীন ভাটসহ পরিবারের সদস্য ও বন্ধু উপস্থিত হয়েছেন সকালেই।
বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন তার খবররও প্রকাশিত হয়েছে। কেউ বলছে বিয়ের পর সুইজারল্যান্ডের তুষারাবৃত আল্পস পর্বত এলাকায় মধুচন্দ্রিমা সারবেন রণবীর-আলিয়া। আবার কেউ বলছে তাদের প্রিয় স্থান আফ্রিকায় মধুচন্দ্রিমা উদযাপন করবেন। রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা দীর্ঘ হবে না। কারণ, বেশ কয়েকটি সিনেমার শুটের শিডিউল দেওয়া আছে দুজনেরই।
রণবীর-আলিয়ার বিবাহোৎসব ১৩ এপ্রিল শুরু হয়েছে, চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। আগামীতে এ যুগলকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে, যেটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর, ২০২২।