আমিও জিন মুক্তির অপেক্ষায় আছি !

ফানাম নিউজ
  ০২ এপ্রিল ২০২২, ১১:৪৮

নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা আবদুন নূর সজল। পাশাপাশি ওয়েবকেন্দ্রিক কাজেও তার ব্যস্ততা রয়েছে। বর্তমানে ঈদের নাটকের শুটিং করছেন। অভিনয় এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?

** আমি তো একটি কাজই মনোযোগ দিয়ে করি; সেটি হলো অভিনয়। করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাই সংক্রমণের ভয়ও কম। এ কারণে কাজের গতি বৃদ্ধি করেছি। দীর্ঘদিন পর পুরোনো আবহে কাজ করতে পেরে বেশ ভালোও লাগছে।

* এর মধ্যে প্রায় দুই সপ্তাহ বগুড়ায় ছিলেন। কেন?

** সেখানে আবু সাইয়িদের পরিচালনায় ‘সংযোগ’ নামের একটি সিনেমার কাজের জন্য গিয়েছিলাম। একটানা ১২ দিন শুটিং করেছি। এতে আমার চরিত্র এবং গল্প, দুটোই বেশ পছন্দের। আর পরিচালক সাইয়িদ ভাই গুণী পরিচালক। তার পরিচালনায় অভিনয় করতে পেরে ভালো লেগেছে। আশা করছি এটি একটি উপভোগ্য সিনেমাই হবে। কিছুদিনের মধ্যেই সিনেমাটির শুটিং শেষ হবে।

* ‘জিন’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। কবে নাগাদ এটি মুক্তি পাবে?

** কবে মুক্তি পাবে সেটা প্রযোজক ও পরিচালকই ভালো বলতে পারবেন। তবে করোনা ভাইরাস না এলে সিনেমাটি এতদিনে মুক্তি পেয়ে যেত। এটি ভৌতিক গল্পের সিনেমা। নাদের চৌধুরী ভাই গতানুগতিক গল্পের বাইরে গিয়ে এটি নির্মাণ করেছেন। এতে আমার সহশিল্পী হিসাবে অভিনয় করেছে পূজা চেরী। তার সঙ্গেও আমার অভিনয় রসায়ন ছিল ভালো। মুক্তির পর দর্শকের ভালোলাগায় জায়গা করে নেবে সিনেমাটি-এটা আমার বিশ্বাস। তাই আমিও ‘জিন’ মুক্তির অপেক্ষায় আছি।

* ইদানীং সিনেমায় আপনার অভিনয় ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। এটি কি অব্যাহত থাকবে?

** আমি সেভাবে আগে থেকে পরিকল্পনা করে অভিনয় করি না। নাটকের মতো সিনেমারও অনেক প্রস্তাব পাই। যেগুলোর গল্প ও চরিত্র পছন্দ হয় সেগুলোর কাজ করি। তবে সিনেমা হলো বৃহৎ মাধ্যম। এ মাধ্যমে অভিনয় করা অবশ্যই একজন অভিনয়শিল্পীর জন্য সম্মানের। আমিও পছন্দের প্রস্তাব পেলে নিয়মিত সিনেমায় অভিনয় করতে চাই।

* নাটকে কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে?

** আমি তো নাটকেই বেশি অভিনয় করি। নাটকে অভিনয়ের কারণেই কিন্তু দর্শক আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তাই এ মাধ্যমেও নিয়মিত কাজ করে যাওয়ার পরিকল্পনা আছে আমার। বর্তমানে আমার অভিনীত নাটক টিভি ও অনলাইন মিডিয়ায় প্রচার হচ্ছে। ইদের কয়েকটি নাটকেও আমাকে দেখা যাবে।

সূত্র: যুগান্তর