শিরোনাম
রুপালি পর্দার আড়ালে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব বলিউডের বাঙালি অভিনেত্রী রিমি সেন। এবার প্রতারণার শিকার হয়ে খবরের শিরোনামে এলেন তিনি। মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার যতীন ভ্যাস নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ রুপি প্রতারণার অভিযোগ এনে খার পুলিশ স্টেশনে গত ২৯ মার্চ মামলা করেছেন রিমি।
জানা যায়, বছর তিন আগে মুম্বাইয়ের আন্ধেরিতে এক জিমে যতীনের সঙ্গে রিমির প্রথম পরিচয়। তখন যতীন নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে রিমিকে তার সংস্থায় বিনিয়োগের প্রস্তাব দেন। লাভের ৩০ শতাংশ রিমিকে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন।
যতীনের কথায় আস্থা রেখে তার সংস্থায় বিনিয়োগ করেন অভিনেত্রী। একটা সময় পর লভ্যাংশের জন্য বারবার ফোন করলেও যতীন ফোন রিসিভ না করায় রিমির বুঝতে বাকি থাকে না, ব্যবসায়ী পরিচয়ের আড়ালে যতীন মূলত একজন প্রতারক। সেটা বুঝতে পেরেই আইনের আশ্রয় নেন রিমি। পুলিশ যতীনকে ধরতে অভিযান চালাচ্ছে।
অভিযোগে রিমি পুলিশকে জানিয়েছেন, ২০১৯ সালের প্রথম ছয় মাসের মধ্যে তিনি ওই ব্যবসায় এক কোটি রুপি লগ্নি করেন। যতীন তখন আশ্বস্ত করেন- পরবর্তী বিনিয়োগে ৪০ শতাংশ লাভ পাবেন অভিনেত্রী। তার কথা মতো ২০১৯ সালের অক্টোবর থেকে পরবর্তী এক বছরের মধ্যে আরও ৩ কোটি ১৪ লাখ রুপি বিনিয়োগ করেন রিমি। কিন্তু লাভের হিসাবে ৩ লাখ রুপি তো দূরে, বিনিয়োগ করা ৪ লাখ রুপির বেশি মূলধনটুকুও তিনি ফেরত পাননি। চুক্তি অনুযায়ী সিকিউরিটি মানির চেক নিয়ে ব্যাংকে গিয়ে রিমি জানতে পারেন, ওই অ্যাকাউন্টটি বন্ধ। এরপরই পুলিশের শরণ নেন নায়িকা।
গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে নিজেকে গুটিয়ে নিলেও একসময় পর্দা কাঁপানো ‘হাঙ্গামা’, ‘গোলমাল’, ‘ফির হেরাফেরি’, ‘ধুম’, ‘গরম মাশালা’সহ অসংখ্য হিট ছবিতে দেখা গেছে রিমি সেনকে।