শিরোনাম
মুক্তির প্রথম দিনেই ‘বাহুবলী ২’-এর রেকর্ড ভেঙে ফেলল ‘আরআরআর’। ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে অগ্রিম বুকিং দিয়েও টিকিট পাচ্ছেন না অনেকেই।
আর সেই ‘আরআরআর’ সিনেমা প্রদর্শনকালে হলে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। দর্শকরা মেজাজ হারিয়ে করলেন ভাঙচুর। বিক্ষুব্ধ দর্শকদের তাণ্ডবে ভেঙে চৌচির সিনেমা হলের কাচের জানালা-দরজা। পর্দার সামনের ব্যারিকেটও উপড়ে ফেললেন তারা। চেয়ারগুলোও অক্ষত রইল না।
শুক্রবার ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বেসান্ত রোডের একটি প্রেক্ষাগৃহে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
দর্শকদের এভাবে প্রতিক্রিয়া জানানোর কারণ হিসেবে জানা গেছে, সিনেমা প্রদর্শন চলাকালে দুবার বিভ্রাট ঘটে। কয়েক সেকেন্ডের জন্য অভিনেতা রামচরণকে দেখতে পাননি দর্শক। তাতেই ক্ষোভে ফেটে পড়েন তারা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সকাল সাড়ে ৭টার মর্নিং শো দিয়ে মুক্তি পায় ‘আরআরআর’। ৮টা ৪০ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য সিনেমার পর্দায় বিভ্রাট ঘটে। দর্শকরা চিৎকার শুরু করেন। দ্রুততার সঙ্গে যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফের শুরু হয় সিনেমা। কিন্তু দ্বিতীয়বার একই বিভ্রাট ঘটলে শুধু মুখে প্রতিবাদ করেই ক্ষোভ মেটাননি দর্শকরা; রীতিমতো তাণ্ডব চালান দর্শকদের একাংশ।
এ সময় হল ম্যানেজার পুলিশ ডাকেন। শেষে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অনাকাঙ্ক্ষিত সব ঘটনার বিষয়ে সিনেমাহলটির কর্ণধার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্যাটেলাইট সিগন্যালে কিছু সমস্যা দেখা দেওয়ায় কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিল সিনেমাটি। তাতেই এমন মারমুখী হয়ে উঠেন দর্শকরা। দর্শকদের এই কাণ্ড আমাদের হতাশ করেছে।
দক্ষিণ এসিপি (দক্ষিণ) এম শ্রীনিবাসুলুর দাবি, মদ্যপ অবস্থায় ১০ যুবক হলে ঢুকেছিল। প্রদর্শন হঠাৎ বন্ধ হয়ে গেলে নেশার ঘোরে তারাই ভাঙচুর করে। প্রশাসন তাদের পুলিশি হেফাজতে নিয়েছে। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।
প্রসঙ্গত ২৫ মার্চ ভারতের সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। ছবিটি মুক্তির পরেই উন্মাদনা ছড়িয়েছে দিকে দিকে। দুই তেলেগু যোদ্ধা কমারাস ভিম ও আলুরি সীতারামের জীবন কাহিনী নির্ভরে আবর্তিত এ সিনেমার গল্প। রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত সিনেমায় বাড়তি পাওনা বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ৩৩৬ কোটি টাকা বাজেটের সিনেমা প্রথম দিনেই ২২৩ কোটি ব্যবসা করে ফেলেছে সারাবিশ্বে।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দ