শিরোনাম
সোনার বাংলা সার্কাস নিবেদিত ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ নামের এই সোলো কনসার্টের এবারের ঠিকানা রাজশাহী। ২৪ মার্চ সন্ধ্যা ৭-৯টা পর্যন্ত শহরের সিএন্ডবি মোড়ের জেলা পরিষদ মিলনায়তনে গাইবে সার্কাসের সঙেরা। গেট উন্মুক্ত হবে সন্ধ্যা ৬টায়।
সারাদেশ সফরের অংশ হিসেবে প্রথমবারের মতো রাজশাহী শহর মাতাতে যাচ্ছে দেশের অন্যতম ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’। ইতোমধ্যে শুরু হয়েছে এই কনসার্টের টিকিট সংগ্রহের কার্যক্রম।
ঢাকার বাইরে এটি তাদের প্রথম সফর। গত বছরের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামের ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’-এর প্রথম শো করে সোনার বাংলা সার্কাস। তবে এবারের কনসার্টে থাকছে ভিন্নতা।
মাইক্রোফোন হাতে শ্রোতাদের গান শোনানোর পাশাপাশি ২০২২ বইমেলায় প্রকাশিত নিজের তৃতীয় কবিতার বই ‘গোধূলী ক্যাবারে’ থেকে কবিতাও পাঠ করবেন ব্যান্ডটির ভোকাল প্রবর রিপন। সঙ্গে থাকছে ‘অ্যাকুস্টিক’ ও ‘থিয়েট্রিক্যাল রক’ পারফরম্যান্স।
রাজশাহীতে কনসার্ট নিয়ে উচ্ছ্বসিত প্রবর রিপন বলেন, ‘দেশের জেলা শহরগুলোতে ট্যুর শুরু করেছে সোনার বাংলা সার্কাস। এবার যাচ্ছি রাজশাহীতে। এই কনসার্টে নতুন যোগ হচ্ছে কবিতা পারফরম্যান্স ও আনপ্লাগড সেশন।’
কনসার্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। টিকিট পাওয়া যাবে হেভি মেটাল টি-শার্টের রাজশাহী আউটলেটে (ফোন: ০১৩১৮৩৪৫৬৪১)। সোনার বাংলা সার্কাসের (Fans Of Shonar Bangla Circus) ফেসবুক ফ্যান পেজ থেকেও অনলাইন টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া সীমিত আসন সংখ্যার এই শো’য়ের সময় ভেন্যুতেও পাওয়া যাবে টিকিট।
কনসার্টের ভেন্যুর গেটে সোনার বাংলা সার্কাসের ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের সিডি, পোস্টার-সহ যাবতীয় মার্চেন্ডাইজ সংগ্রহ করার সুযোগ থাকছে দর্শক-শ্রোতাদের।
২০১৮ সালের মে মাসে গঠিত হয় সোনার বাংলা সার্কাস। গঠনের প্রায় দেড় বছর পর ২৯ ফেব্রুয়ারি নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’। ইতোমধ্যে অ্যালবামটি ব্যাপক সাড়া জাগিয়েছে শ্রোতাদের মাঝে।
ব্যান্ডটির সদস্যরা হলেন— প্রবর রিপন (ভোকাল অ্যান্ড গিটার) শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটার), দেওয়ান আনামুল হাসান রাজু (ড্রামার), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (কি-বোর্ড)।
সূত্র: দেশ রূপান্তর