শিরোনাম
আমেরিকান রক ব্যান্ড ফু ফাইটার্সের ড্রামার টেলর হকিন্স মারা গেছেন। ২৫ মার্চ ৫০ বছর বয়সে শেষ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবর নিশ্চিত করেছে ব্যান্ডটি।
ফু ফাইটার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানায়, ‘হকিন্সের ট্র্যাজিক ও অকাল প্রয়াণে আমরা বিধ্বস্ত।’
তবে কী কারণে হকিন্সের মৃত্যু হয়েছে তা জানানো হয়নি। কলম্বিয়ার বোগোতায় তার মৃতদেহ পাওয়া যায়। ব্যান্ডটি দক্ষিণ আমেরিকা সফরে ছিল। বোগোতায় কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে তাকে মৃত পাওয়া যায়।
দুই দশকের বেশি সময় ধরে ফু ফাইটার্সে বাজিয়েছেন হকিন্স। ১৯৯৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘দ্য কালার অ্যান্ড দ্য শেপ’। এর কিছুদিন পরে পুরো দমে ফু ফাইটার্সে ড্রাম বাজানো শুরু করেন হকিন্স।
২০০৫ সালে অ্যালিসন হকিন্সকে বিয়ে করেন তিনি। এই দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান— অলিভিয়ের ও অ্যানাবেল। দলের অন্যতম সদস্য হকিন্সের মৃত্যুতে তার পরিবারের পাশে আছে জানিয়েছে ব্যান্ডটি।
ডেভ গ্রোহলের হাত ধরে ১৯৯৪ সালে যাত্রা শুরু ফু ফাইটার্সের। এর আগে তিনি ছিলেন আমেরিকার আরেক রক ব্যান্ড নির্ভানায়। একই বছর গ্রাঞ্জ-অলটারনেটিভ জনরার ব্যান্ডটির লিড সিঙ্গার কার্ট কোবেইন আত্মহত্যা করলে নির্ভানা ছেড়ে ফু ফাইটার্স গঠন করেন গ্রোহল। এর তিন বছর পর তার ব্যান্ডে যোগ দেন হকিন্স। গত মাসেও একসঙ্গে পারফর্ম করতে দেখা যায় দুজনকে।
সূত্র: দেশ রূপান্তর