শিরোনাম
সাত বছর বয়সে গান শেখাার মাধ্যমে গানের জগতে পদচারণা শুরু হয় ফারজানা আনাম দৃষ্টির। যাকে সবাই দৃষ্টি আনাম নামেই চেনেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেন ও ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ব্যবহার করেন কিন্তু দৃষ্টির আনামের গান শুনেনি এমন মানুষ হয়ত কমই আছে।
২০১৫ সালে অনেকটা শখের বশেই ইউটিউবে চ্যানেল খুলেন দৃষ্টি, সেই শখটাকে আরও মধুময় করতে ২০১৭ সালে প্রকাশ করেন নিজের প্রথম কাজ। প্রথম কাজেই দেখা মিলে সফলতার, প্রথম দু’টি গানই হিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পরিচয় ঘটে সংগীতায়নে। গায়িকা হিসেবে পরিচিত মুখ হয়ে ওঠেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গত চার বছরে বেশি সময় ধরে নিজের ইউটিউব চ্যানেল থেকে ২০টিরও বেশি কভার গান প্রকাশ করেছেন দৃষ্টি। গানগুলোতে সফলতাও চোখেপড়ার মতো। এসব গানগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ‘ঈদ স্পেশাল ম্যাশআপ’।
নিজ চ্যানেলের বাইরে দেশের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সাথেও নিয়মিত কাজ করে যাচ্ছেন এই উদীয়মান গায়িকা। প্রায় ৩০টি বেশি গান কভারের পাশাপাশি রয়েছে ১০টির বেশি মৌলিক গান। এর মধ্যে সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন ইউটিউবে। দেশের টিভি নাটকে রয়েছে তার ৫টি গান। সব মিলিয়ে অল্প বয়সে সংগীত অঙ্গনে জায়গা করে নিয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই তরুণী।
ছোটবেলা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা দৃষ্টির স্কুল জীবন শেষ করেছেন সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল থেকে এবং ন্যাশনাল আইডিয়াল কলেজ থেকে এইচএসসি শেষ করে এখন সিএসসি নিয়ে পড়াশোনা করছেন এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
আলাপচারিতায় দৃষ্টি আনাম বলেন, ‘গানের সাথেই জীবনটা কাটিয়ে দিতে চাই। যেহেতু ভালো একটা বিষয় নিয়ে পড়াশোনা করছি পাশাপাশি চাকরিও করতে চাই আমার বিষয়ের উপরই।’
গান ছাড়াও রয়েছে দৃষ্টির আরও অনেক প্রতিভা, ভালোলাগার জায়গা থেকে ছবি আঁকেন তিনি। নাচ করা তার পছন্দের অন্যতম একটি সৃজনশীলতা যার জন্য স্কুল থেকে অনেক পুরস্কারও পেয়েছেন। দৃষ্টি আনাম বলেন, ‘যারা আমার গান শুনে এবং আমাকে সাপোর্ট করে তারা যেন আজীবন এভাবেই আমার পাশে থাকে এবং অনুপ্রাণিত করে। তাদের অনুপ্রেরণা ও উৎসাহ পেলে আরও অনেক অনেক ভালো গান উপহার দিতে পারবো।’
সূত্র: জাগো নিউজ