ভক্তের বিরুদ্ধে মামলা বন্ধ করতে চান জাস্টিন বিবার

ফানাম নিউজ
  ২৪ মার্চ ২০২২, ০৭:৫৫

‘বেবি’খ্যাত জনপ্রিয় গায়ক জাস্টিন বিবার। তার খ্যাতি রয়েছে বিশ্বব্যাপি। তবে অতীতে তার জীবনে রয়েছে কালো অধ্যায়। অতি বেগে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া থেকে শুরু করে একজন ভক্তকে ঘুষি মারা পর্যন্ত কান্ড ঘটিয়েছেন তিনি। এক ভক্তের নামে মামলা করেও বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

সেই মামলাটি তিনি আর চালাতে চাইছেন না। তাই এটি খারিজ করে আবেদন করেছেন আদালতে।

২০২০ সালে ২ নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে জাস্টিনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। ২০১৪ এবং ২০১৫ সালে দুটি পৃথক ঘটনায় যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন জাস্টিন। অভিযোগগুলো করেন ড্যানিয়েল ও খাদিজা নামের দুই নারী।

ড্যানিয়েল দাবি করেন, ২০১৪ সালে এসএক্সএসডব্লিউ মিউজিক ফেস্টিভ্যাল চলাকালীন টেক্সাসের অস্টিনের ফোর সিজন হোটেলে বিবার তাকে যৌন নির্যাতন করেছিলেন। অন্যদিকে তার এই অভিযোগ থেকে অনুপ্রাণিত হয়ে ২০১৫ সালে খাদিজা দাবি করেন, মেট গালার পরে নিউ ইয়র্কের ল্যাংহাম হোটেলে রাত প্রায় ২টা ৩০ মিনিটের দিকে বিবার তাকে যৌন নির্যাতন করেন।

পপ তারকা এই অভিযোগ দেখার পর এটিকে গুজব বলে সম্বোধন করেছেন। অভিযোগের পরপরই বিবার মানহানির মামলা দায়ের করেন। আরও দাবি করেন তিনি প্রমাণ করতে পারেন এই ঘটনাগুলোর কোনোটিই ঘটেনি।

বিবার মানহানির মামলায় বলেছিলেন, তিনি সেই রাতে অস্টিনের ফোর সিজনে পা রাখেননি। অন্যদিকে খাদিজা তার একজন ‘সুপার ফ্যান’। যিনি হোটেলের বাইরে তার জন্য অপেক্ষা করেছেন এবং তার সাথে দেখা করে বিখ্যাত হওয়ার জন্য মরিয়া ছিলেন।

অভিযোগগুলোকে ‘আঘাতজনক মিথ্যা’ এবং ‘বাস্তবভাবে অসম্ভব’ বলে অভিহিত করে ২০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা দায়ের করেছিলেন জাস্টিন।

তবে নতুন খবর হলো ভক্তের বিরুদ্ধে করা মামলাটি আর চালাতে চাইছেন না তিনি। গায়কের ঘনিষ্ট সূত্রগুলো বলছে, তিনি মামলাটি খারিজ করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তিনি ভক্তদের জন্য ভালোবাসা দেখাতে চান। শত্রুতা নয়।