বিমানে সুখবর পেলেন বাঁধন

ফানাম নিউজ
  ২০ মার্চ ২০২২, ১৩:১৩

আজমেরি হক বাঁধন। এই অভিনেত্রীর এখন বলার মতো অনেক গল্প কিংবা তাকে নিয়েই এখন অনেক গল্প। তার সাফল্যের পেছনে রয়েছে হাসি, কান্না, আনন্দ-বেদনা। কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচিত বাঁধন।

দক্ষিণ এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালা’। গেল শুক্রবার (১৮ মার্চ) বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ দিয়েই এই আয়োজনের ২৬তম আসর শুরু হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন এই অভিনেত্রী।

এই অনুষ্ঠানের যাত্রাপথে ঘটেছে আরেক ঘটনা। কেরালায় যেতে বেঙ্গালুরু থেকে প্লেনে উঠেন বাঁধন। সেখানেই দেখা হয় ভারতের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে। পরিচালকও একই অনুষ্ঠানে যোগ দিতে যাত্রা করেন। বিমানে পাশাপাশি আসনে বসেন তারা। সে সময় তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আর বিমানে বসেই সুখবরটি পান বাঁধন।

৭৪তম কান চলচ্চিত্র উৎসবে অনুরাগ কাশ্যপের সঙ্গে পরিচয় হয় নায়িকার। তার মাধ্যমেই বিশাল ভরদ্বাজের সঙ্গে পরিচয় বাঁধনের। এরপর তিনি বিশালের ‘খুফিয়া’ সিনেমাতেও অভিনয় করেন। বিমানে দেখা হওয়ার পর অনুরাগ কাশ্যপের কাছে বাঁধন জানতে চান, বিশাল ভরদ্বাজ তার কাজ নিয়ে কিছু বলেছে কিনা?

জবাবে অনুরাগ কাশ্যপ জানান, ‘তোমার অভিনয়ের অনেক প্রশংসা করেছেন। তোমাকে অনেক পছন্দ করেছেন। তোমাকে কাস্টিং করা তার ভালো একটি সিদ্ধান্ত ছিল।’

বাঁধন গণমাধ্যমকে বলেন, ‘অনুরাগ কাশ্যপের কথায় মনে হলো, স্যারের (বিশাল ভরদ্বাজ) তাহলে আমার অভিনয় অনেক ভালো লেগেছে। এটা আমার জন্য খুশির সংবাদ। সুসংবাদটা বিমানে পেলাম। সত্যিই ভালো লাগছে।’

তিনি আরও বলেন, 'উৎসবে ডিনার টেবিলে সবার কাছে অনুরাগ কাশ্যপ আমাকে এত সুন্দর করে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, এটা আমাকে সত্যিই সম্মানিত করেছে। যে পরিবেশের সঙ্গে পরিচিত ছিলাম না, সেখানে গুণী দুই মানুষের প্রশংসায় আমি সম্মানিত বোধ করেছি। ব্যক্তিগতভাবে আমি অনুরাগ কাশ্যপ ও বিশাল ভরদ্বাজের ব্যবহারে মুগ্ধ।'

প্রসঙ্গত, গেলো ১৮ মার্চ শুরু হওয়া ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালা’-এর সপ্তাহব্যাপী আয়োজনে ১৭০টি দেশের সিনেমা দেখানো হবে। আগামী ২১ ও ২৩ মার্চ ‘রেহানা মরিয়ম নূর’-এর আরও দুটি বিশেষ শো হবে। উৎসব শেষে দেশে ফিরবেন বাঁধন।

সূত্র: আরটিভি