শিরোনাম
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে রাশিয়ান জনগণের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর ও হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার।
ভিডিওতে ইউক্রেনে চলমান ধ্বংসাত্মক হামলার বিষয়ে রুশ জনগণকে তাদের সরকারের দেওয়া ভুল তথ্যের বিরুদ্ধে প্রতিরোধ করতে বলেছেন তিনি।
শোয়ার্জনেগার বলেন, তিনি রাশিয়ান নাগরিক এবং সৈন্যদের জন্য 'বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই বার্তাটি পাঠাচ্ছেন'। তিনি আশা করছেন, তার এই বার্তা ইউক্রেনে রুশ সরকার ও সামরিক বাহিনীর চলমান নৃশংসতায় ভাঙন ধরাবে।
শোয়ার্জনেগার বলেন, ইউক্রেন এই যুদ্ধ শুরু করেনি। জাতীয়তাবাদী বা নাৎসি কেউই করেনি। ক্রেমলিনে যারা ক্ষমতায় আছেন, তারা এই যুদ্ধ শুরু করেছেন।
তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সরকারি কর্মকর্তারা ইউক্রেনে আক্রমণের অজুহাত হিসেবে মিথ্যা অভিযোগ করেছেন এবং ভিত্তিহীনভাবে দাবি করছে-দেশটিকে নাৎসিবাদের প্রভাবমুক্ত করতে হবে।
রুশ জনগণের উদ্দেশে শোয়ার্জনেগার বলেন, পৃথিবীতে এমন কিছু চলছে, যা আপনার কাছ থেকে লুকানো হচ্ছে। ভয়ানক ব্যাপার, যা আপনার জানা উচিত।
'আমি জানি-যে ধরনের ঘটনা ঘটছে, সে সম্পর্কে রাশিয়ান জনগণ সচেতন নন, তাই আমি জনগণ এবং ইউক্রেনে থাকা রুশ সৈন্যদেরকে অপপ্রচার ও মিথ্যা তথ্য অনুধাবন করার অনুরোধ জানাচ্ছি। আমি আপনাকে সত্য প্রচারে সাহায্য করার জন্য আহ্বান জানাচ্ছি', বলেন শোয়ার্জনেগার।
ভিডিওতে তিনি ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ান সরকারের কঠোর সমালোচনা করেন।
শোয়ার্জনেগার বলেন, যুদ্ধের কারণ হিসেবে তারা 'শুধু নাগরিকদের কাছে নয়, সৈন্যদের কাছেও মিথ্যাচার করেছে'।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ৩১ লাখের বেশি মানুষ।
এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৭২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫২ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।