অবশেষে কাঙ্ক্ষিত চেয়ারে বসলেন জায়েদ খান

ফানাম নিউজ
  ০৩ মার্চ ২০২২, ১৪:০৫

সব জল্পনা ও নানান সিনেম্যাটিক ঘটনার পর টানা তৃতীয়বারের মতো শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন চিত্রনায়ক জায়েদ খান।

চেয়ারে বসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি শিল্পীদের ভোটে টানা তৃতীয়বার নির্বাচিত হয়েছি। তারপরও নানান নাটকীয় ঘটনা তৈরি করা হয়; যা সিনেমার গল্পকেও হার মানায়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। অবশেষে সত্যের জয় হয়েছে।

এ সময় জায়েদ খানের সঙ্গে উপস্থিত ছিলেন কালজয়ী অভিনেত্রী সুচরিতা, অরুণা বিশ্বাস, চিত্রনায়ক জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

বুধবার (২ মার্চ) আদালতের রায় পাওয়ার পর বিকেলেই এফডিসিতে যান জায়েদ খান। প্রায় একমাস পর সেখানে গেলেন তিনি। কিন্তু শিল্পী সমিতিতে প্রবেশ করতে পারছিলেন না তিনি। কারণ, সমিতির গেটে তালা দেওয়া ছিল।

সমিতির কার্যালয়ে প্রবেশের আগে জায়েদ বলেন, ‘আমি যদি হারতাম, তাহলে ফুল দিয়ে বরণ করে সুন্দরভাবে চলে যেতাম। শিল্পী সমিতির নির্বাচন মাত্র দুই বছরের ব্যাপার। এটা নিয়ে এত বাড়াবাড়ি করার প্রয়োজন নেই।’

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোটে জয়ী হন জায়েদ খান। পরাজিত প্রার্থী নিপুণ আক্তার পুনরায় ভোট গণনা করার আবেদন জানান। সেখানেও জয় পান জায়েদ। এরপর তার বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তুলে আপিল করেন নিপুণ। সুরাহা না-হওয়ায় বিষয়টি আদলত পর্যন্ত গড়ায়। অবশেষে আজ হাইকোর্টের রায়ে দেশব্যাপী আলোচিত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ-নিপুণের লড়াইয়ের অবসান হলো।

যদিও নিপুণ জানিয়েছেন, তিনি আদালতের রায়ে সন্তুষ্ট নন। এই রায়ের বিপরীতে আপিল করেছি আমি।