শিরোনাম
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নাটকীয়তা কম হয়নি। অবশেষে আদালতের রায়ে তৃতীয়বারের মতো চেয়ারে বসলেন চিত্রনায়ক জায়েদ খান। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নিপুণকে ১৩ ভোটে হারিয়েছেন নায়ক। ফলে আদালতের রায়ে শিল্পীদের ভোটের জয় অক্ষুণ্ণ রয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খান।
গতকাল বুধবার (২ মার্চ) আদালতের রায় শোনার পরই সভাপতি ইলিয়াস কাঞ্চনকে ফোন দিয়ে খবরটি জানান জায়েদ খান। ১ মাস ৪ দিন পর এদিন বিকেলে এফডিসিতে পা রাখেন তিনি। কিন্তু সমিতিতে তালা ঝুলতে দেখে বাইরেই অপেক্ষা করেন। অবশেষে ইলিয়াস কাঞ্চনের হুঁশিয়ারিতে রাত আনুমানিক ৮টার দিকে তালা খুলে দেওয়া হয়। তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন জায়েদ।
নিপুণ দায়িত্ব নেওয়ার পর শিল্পী সমিতির অফিসের তালা পরিবর্তন করা হয়। আর তাই জায়েদ যখন তালাবদ্ধ সমিতির সামনে অপেক্ষা করছিলেন সে সময় নিপুণকে ফোন দেন ইলিয়াস কাঞ্চন।
এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, 'আদালতের রায়ে জায়েদ খান তার পদ ফিরে পেয়েছেন। এখন তাকে সম্মানের সঙ্গে সেই পদ ও চেয়ার ফিরিয়ে দেওয়া আমাদের সকলের কর্তব্য। সে কারণে আমার জায়গা থেকে আমি নিপুণকে ফোন দিয়েছি, কিন্তু তিনি ধরেন নি। এরপর একটি টেক্সট দিয়ে জানিয়েছেন, ৫ মিনিট পর ফোন ব্যাক করবেন কিন্তু করেননি। এটা খুব অন্যায়।'
ইলিয়াস কাঞ্চন হুঁশিয়ারি দিয়েছিলেন, আজ যদি জায়েদ খানকে সমিতিতে ঢুকতে দেওয়া না হয় তাহলে তিনি নিজেই তালা ভেঙে জায়েদকে তার চেয়ারে বসাবেন।
সূত্র: আরটিভি