শিরোনাম
শুক্রবার আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিটি মুক্তি পাওয়ার কথা। তবে মুক্তির দুই দিন আগে বুধবার ছবির নাম পরির্তনের পরামর্শ দিয়েছেন ভারতের হাইকোর্ট।
কামাথিপুরার কুইন ছিলেন গাঙ্গুবাই। সেই চরিত্রই 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবিতে ফুটিয়ে তুলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
সিনেমাটির ট্রেলার প্রকাশের পর গাঙ্গুবাইয়ের পালিত পুত্র বাবু রাওজি শাহ এক সাক্ষাৎকারে বলেন, আমার মাকে যৌনকর্মী হিসেবে দেখানো হয়েছে ছবিতে। লোকে এখন আমার মায়ের সম্পর্কে কটূক্তি করছেন।
গঙ্গুবাইয়ের পরিবারের আইনজীবী জানান, ছবিটির ট্রেলার দেখে পরিবারের সদস্যরা মানসিকভাবে আঘাত পেয়েছেন।
ছবি ঘিরে এমন বিতর্কে হাইকোর্ট নির্মাতা এবং গঙ্গুবাইয়ের পরিবারের দ্বন্দ্ব মেটাতে এ ছবির নাম বদলে ফেলার পরামর্শ দেন।
এর আগেও সঞ্জয় লীলা বানশালীর দুটি ছবির নাম বদল করেছেন আদালতের নির্দেশে- ‘রামলীলা’, ‘পদ্মাবত’। এবার একই সমস্যায় জড়াল ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’।
বিভিন্ন কারণে সঞ্জয় পরিচালিত ছবিটির মুক্তি স্থগিত রাখার জন্য আদালতে বেশ কয়েকটি মামলা করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত এ পরামর্শ দিয়েছেন।
পরিচালকের আইনজীবী জানিয়েছেন, বৃহস্পতিবার আদালতে শুনানির আগে তিনি সঞ্জয়ের কথা বলবেন। আদালতের এ পরামর্শে তিনি রাজি কিনা, তা জানতে পারবেন আইনজীবী।