যৌনকর্মীদের নিয়ে কী ভাবছেন আলিয়া?

ফানাম নিউজ
  ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৫

কামাথিপুরার কুইন ছিলেন গাঙ্গুবাই। সেই চরিত্রই 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিতে ফুটিয়ে তুলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবির প্রচারে এমন শহরে এসেছেন, যেখানে এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লী রয়েছে। নাম তার সোনাগাছি। 

ভারতীয় সংবাদমাধ্যম প্রতিদিনে সংবাদের এক প্রতিবেদনে বলা হয়েছে— সোনাগাছি যৌনপল্লীতে যে মানুষগুলো দিনের পর দিন দেহব্যবসার মাধ্যমে রুজিরুটির আয় করছেন, তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কি পাল্টেছে? এই প্রশ্নের জবাব দিলেন আলিয়া।

তিনি বলেন, দেহব্যবসার পেশাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য লড়েছিলেন গাঙ্গুবাই। তা অবশ্যই তর্কসাপেক্ষ একটি বিষয়। কিন্তু আমরা তাদের সঙ্গে কেমন ব্যবহার করি, তাদের কতটা আপন করে নিতে পারি, পরিবর্তনের ক্ষেত্রে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এভাবেই আমরা ওদের মতো করে ওদের বুঝতে পারব।

অভিনেত্রী জানান, ছয়ের দশকেই গাঙ্গুবাই যৌনকর্মীদের অধিকারের জন্য লড়েছিলেন। সেই লড়াই আজও চলছে। 

আলিয়া বলেন, আজও মানুষ যৌনকর্মীদের খারাপ চোখে দেখেন। হ্যাঁ, তাদের পেশা নিয়ে কারও সমস্যা থাকতেই পারে। কিন্তু তারাও তো মানুষ। কোন কারণে এই পেশাকে বেছে নিয়েছেন, তা ভাবা প্রয়োজন। বোঝার চেষ্টা করা দরকার। আমি সবসময় বিশ্বাস করি— মানুষের মনে একটু দয়া থাকলে এ পৃথিবী আরও সুন্দর হয়ে উঠতে পারে। ওদের দেহেও আমাদের মতোই লাল রক্ত রয়েছে। তা হলে এত বৈষম্য কীসের? 

হুসেন জাইদির লেখা বই মাফিয়া কুইনস অব মুম্বাই থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক সঞ্জয় লীলা বনশালি তৈরি করেছেন গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। তার প্রচারে কলকাতায় এসেই যৌনকর্মীদের অধিকার নিয়ে কথা বলেন আলিয়া। ছবির প্রচারের পাশাপাশি এদিন কলকাতায় ছবির নতুন গানও উদ্বোধন করেন আলিয়া।