আজিমপুর কবরস্থানে চিরশায়িত কাওসার আহমেদ চৌধুরী

ফানাম নিউজ
  ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৫

তুমুল জনপ্রিয় গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে ধানমণ্ডির তাকওয়া মসজিদে জানাজা হয় কাওসার আহমেদ চৌধুরীর।

এর আগে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

কাওসার আহমেদ চৌধুরী একাধারে কবি, লেখক, গীতিকার, জ্যোতিষী, চিত্রশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা। কাওসার আহমেদের কথায় অসাধারণ কিছু গানে সুর করেন লাকী আখন্দ। একটি ছিল ফেরদৌস ওয়াহিদের গাওয়া ‘পলাতক সময়ের হাত ধরে’, আরেকটি সামিনা চৌধুরীর গাওয়া ‘বলো না তুমি কোথায়?’

জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘এই রুপালি গিটার ফেলে’, লাকী আখন্দের কণ্ঠে ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, সামিনা চৌধুরীর কণ্ঠে ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কণ্ঠে ‘আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল’, ফিডব্যাকের মাকসুদের কণ্ঠে ‘মৌসুমি কারে ভালোবাসো তুমি’ এবং পরের প্রজন্মের নাফিস কামালের কণ্ঠে ‘এই শহরে এক নগর ছিল’ উল্লেখযোগ্য।