শিরোনাম
এবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আস সুন্নাহ ফাউন্ডেশনে শুধু মোবাইল ব্যাংকিং ও ওয়েবসাইটের মাধ্যমেই ১৫ লাখের বেশি মানুষের অনুদান এসেছে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। মাত্র ১২ দিনেই উক্ত অনুদান আস সুন্নাহর অ্যাকাউন্টে জমা হয় এবং এর বাইরে অনেকে সাধারণ ব্যাংকিং চ্যানেলে এবং নগদ অনুদান দিয়েছেন বলেও জানান তিনি।
সোমবার (২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ এ কথা বলেন।
আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, পথচলার শুরু থেকেই আমরা চেয়েছি, আস সুন্নাহ ফাউন্ডেশন গণ মানুষের প্রতিষ্ঠান হয়ে উঠুক। আল্লাহর শুকরিয়া যে, ধীরে ধীরে আস-সুন্নাহ ফাউন্ডেশন গণ মানুষের প্রতিষ্ঠান হয়ে উঠতে পেরেছে। দাতাদের এই বিশাল সংখ্যাই প্রমাণ করে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল প্রাণশক্তি কারা।
আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরও জানান, এবারের বন্যায় সবচেয়ে বড় একক অনুদানের পরিমাণ ২০ লাখ ৫৬ হাজার টাকা। বন্যায় আমাদের মোট তহবিলের তুলনায় সংখ্যাটা খুবই ক্ষুদ্র। অর্থাৎ লক্ষ লক্ষ সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় আমাদের অনেক বড় বন্যা তহবিল গঠিত হয়েছে।
শায়খ আহমাদুল্লাহ বলেন, গণ মানুষের প্রতিষ্ঠান হিসেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আরো সামনের দিকে এগিয়ে যাক, আপনাদের ভালোবাসায় সিক্ত হোক, মহান রবের কাছে এটাই প্রার্থনা।