শিরোনাম
শেয়ারবাজার গত সপ্তাহ ধরে বড় ধরনের মন্দা সময় পার করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ১০ হাজার কোটি টাকার মূলধন হারিয়েছে। মূলধন হারানোর সঙ্গে মূল্যসূচকও কমেছে। সূত্র: আরটিভি
আগের সপ্তাহ ডিএসইর বাজার মূলধন কমে ২ হাজার কোটি টাকা। ফলে টানা দুই সপ্তাহে ১২ হাজার কোটি টাকার ওপরে মূলধন হারালো ডিএসই।
গেল সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন ৫ লাখ ৬৯ হাজার ৮৫১ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ৫ লাখ ৮০ হাজার ১১২ কোটি টাকা ছিল। অর্থাৎ গেল সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ১০ হাজার ২৬১ কোটি টাকা।
বাজার মূলধন বাড়া বা কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে বা কমেছে। অর্থাৎ বাজার মূলধন বাড়লে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ বেড়ে যায়। একইভাবে বাজার মূলধন কমলে অর্থের পরিমাণও কমে যায়।
গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৬৭ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা ২ দশমিক ৩১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৯৯ দশমিক ৭০ পয়েন্ট বা ১ দশমিক ৩৬ শতাংশ। অর্থাৎ টানা দুই সপ্তাহের পতনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ২৬৬ পয়েন্ট।