শিরোনাম
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বাংলাদেশের পোশাক রফতানি বছরে ২৩ দশমিক ২১ শতাংশ বেড়ে ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২২-২৩ অর্থবছরের জুলাই-আগস্ট মাসের দেশভিত্তিক রফতানির পরিসংখ্যান অনুসারে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুসারে, ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলে আমাদের বৃহত্তম বাজার জার্মানিতে পোশাক রফতানি ১৬ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। এছাড়া স্পেন ও ফ্রান্সে আমাদের রফতানি যথাক্রমে ২৪ দশমিক ৫২ শতাংশ এবং ৩৭ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।
ইপিবির তথ্য অনুযায়ী, ইউরোপীয় অঞ্চলের অন্যান্য দেশেও পোশাক রফতানির ইতিবাচক প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৪১ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করেছে বাংলাদেশ। যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫২ শতাংশ বেশি। এছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রফতানি ৩৫ দশমিক ৬৪ শতাংশ ও কানাডায় ১৮ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।
একই সময়ে নন-ট্রেডিশনাল বাজারে আমাদের পোশাক রফতানি ৩৭ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। নন-ট্রেডিশনাল বাজারের মধ্যে জাপান ও ভারতে রফতানি বেড়েছে যথাক্রমে ২৫ দশমিক ৮১ শতাংশ ও ৯৮ দশমিক ৯২ শতাংশ। অন্যদিকে রাশিয়া ও চীনে রফতানি কমেছে যথাক্রমে ৫৮ দশমিক ২৯ শতাংশ ও ১৩ দশমিক ২১ শতাংশ।