কমল সোনার দাম, আজ থেকে ভরি ৮২ হাজার ৫৬ টাকা

ফানাম নিউজ
  ১৮ আগস্ট ২০২২, ১৩:৩৭

আন্তর্জাতিক বাজারে দাম কমায় ১১ দিনের ব্যবধানে সোনার দাম কমানো হলো দেশে। ২২ ক্যারেটের ভরিতে দাম কমেছে ২ হাজার ২৭৫ টাকা। এ মানের সোনার ভরি বিক্রি হবে ৮২ হাজার ৫৬ টাকায়। আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দর।

গতকাল বাজুস সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে ৬ আগস্ট দেশে সব ধরনের সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার  দাম কমেছে। বাজুস নির্ধারিত মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৮২ হাজার ৫৬ টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার ভরির দাম ছিল ৮৪ হাজার ৩৩১ টাকা। ভরিতে দাম কমেছে ২ হাজার ২৭৫ টাকা।

গতকাল নতুন করে দাম কমানোয় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৮ হাজার ৩২৪ টাকা। আগে দাম ছিল ৮০ হাজার ৪৮২ টাকা। দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৮৬৭ টাকা কমে দাঁড়িয়েছে ৬৭ হাজার ১২৬ টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার ভরি ছিল ৬৮ হাজার ৯৯৩ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম পড়বে ৫৫ হাজার ২৮৭ টাকা। গতকাল পর্যন্ত দাম ছিল ৫৬ হাজার ৯৭৯ টাকা।