যুদ্ধ থামলে কমবে ভোজ্যতেলের দাম : ফুজলুর রহমান

ফানাম নিউজ
  ০৯ মে ২০২২, ১৬:২৭

যুদ্ধ থামলে ভোজ্যতেলের দাম কমবে বলে মনে করেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। 

সোমবার (৯ মে) বেলা ১১টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজার ব্যবস্থাপনা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ থেমে গেলে তেলের দাম আরও অনেক কমে যাবে। ৫০০ ডলার কমলে, এতে পথে বসে যেতে পারে অনেক মিল মালিক। তেলের দাম যখন কমে তখন তার প্রভাব মিল মালিক ও পাইকারি ব্যবসায়ীদের ওপর পড়ে।

তিনি আরও বলেন, বাজার যখন আপ হয় তখন সরকার তার স্টক থেকে কিছু মাল রিফাইনারিকে দিয়ে দেয়। তখন বাজার স্থিতিশীল থাকে। ৫ মে ৩৮ টাকা বাড়িয়ে তেলের দাম নির্ধারণ করা হয় ১৯৮ টাকা। আজ (৯ মে) আন্তর্জাতিক বাজারে তেল এর দাম ২ হাজার ৫০ ডলার টন। গত শুক্রবার এই দামে ক্লোজ হয়েছে। সেটার কস্টিং এভারেজ করলে ২২২ টাকা লিটারপ্রতি দাম পড়ে।

ফুজলুর রহমান বলেন, ১৯৮ টাকায় লিটার প্রতি তেলের দাম ধার্য করা হয়েছে, এটা যদি আজ সোমবার (৯ মে) কমে, তাহলে এমনিতেই দোকানদাররা কম দামে কিনবে। কারণ এক সপ্তাহে ২০০ ডলার কমেছে পাম তেলের দাম, ১৯৫০ ডলার থেকে ১৭৫০ ডলারে নেমেছে। তেল এখন কেউ আর কিনছে না কারণ এর দাম আরও কমে যায় কিনা তা বলা যাচ্ছে না।

সূত্র: আরটিভি