শিরোনাম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে কাফনের কাপড় পরে মিছিল করেছেন। সূত্র: আরটিভি
শনিবার (২২ জানুয়ারি) বিকেলে কাফন মিছিলটি বের করা হয়। এর আগে শিক্ষার্থীরা আমরণ অনশনে গেলে অনেকেই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়।
শিক্ষার্থীদের গায়ে কাফনের কাপড় আর সামনে খাটিয়া প্রতীকী মরদেহ রেখে মিছিল করছেন। মিছিলটি বেলা ৩টার দিকে ক্যাম্পাসের গোলচত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় গোলচত্বরে গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, চলমান আমরণ অনশনের চতুর্থ দিন শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। আন্দোলনরত শিক্ষার্থীরা মৃত্যুর দিকে গেলেও প্রশাসন এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। উপাচার্য পদত্যাগ করছেন না। এ কারণেই তারা বাধ্য হয়ে কাফনের কাপড় পরে মৌন মিছল করেছেন।
ভিসি ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।