শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ঢাকার পথে শাবিপ্রবির প্রতিনিধি দল 

ফানাম নিউজ
  ২১ জানুয়ারি ২০২২, ১৮:১১

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা তৃতীয় দিনের মতো অনশন করছেন। সূত্র: আরটিভি

শুক্রবার (২১ জানুয়ারি) শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে একটি দল ঢাকায় যাচ্ছে শিক্ষামন্ত্রী সঙ্গে দেখা করতে।

তারা জানিয়েছে, মোবাইল ফোনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর কথা হয়েছে। আলোচনার জন্য তাদরকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়।

এর আগে বুধবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোলচত্বরে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। সে সময় তারা ভিসিকে দুপুর ১২টার মধ্যে পদত্যাগের করার আহ্বান জানান। পদত্যাগ না করলে আমরণ অনশন করার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেগম সিরাজুননেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা হয়। এরপর আন্দোলন ভিসির পদত্যাগের একদফা দাবিতে পরিণত হয়।