শিরোনাম
করোনা সংক্রমণ কমে যাওয়ায় সরকারি নির্দেশনা মেনে দীর্ঘ দেড় বছর পর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ মুখতার এলাহী হল ও মেয়েদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব হলে অনন্ত প্রথম ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীরা ওঠেন।
জানা গেছে, শিক্ষার্থীদের আগমনকে ঘিরে হলগুলোর প্রবেশদ্বার সজ্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ পাঁচটি নির্দেশনা প্রতিপালনের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১১ নভেম্বর সশরীরে ক্লাস পরীক্ষা শুরু হবে।