গণরুম স্বাস্থ্যবিধি পরিপন্থী: ঢাবি ভিসি

ফানাম নিউজ
  ১০ অক্টোবর ২০২১, ১৮:১২

শিক্ষার্থীরা যেন আগের মতো ঠাসাঠাসি করে হলে প্রবেশ না করে, সেজন্য সতর্ক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য । (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, কথিত গণরুম কোনোভাবেই কাম্য নয়। এটি স্বাস্থ্যবিধি পরিপন্থী। এছাড়া শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

রোববার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালিয়ের দুটি হল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে এসব কথা বলেন।

ড. মো. আখতারুজ্জামান বলেন, এ সংকট নিরসন হল প্রশাসন যে বিশেষ উদ্যোগ নিয়েছে, তার পাশাপাশি সংশ্লিষ্ট মহলের সহযোগিতা প্রয়োজন। এতে উদ্যোগটি সফল হবে, আমরা দীর্ঘদিনের সংকট থেকে মুক্ত হতে পারব।

স্বাস্থ্যবিধি মানা ও টিকা নেওয়ার ধারা অব্যাহত থাকলে বড় ধরনের ঝুঁকি হবে না জানিয়ে উপাচার্য বলেন, আমরা পর্যায়ক্রমে সব আবাসিক শিক্ষার্থীকে হলে তুলেছি। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতাবোধ তৈরি হয়েছে। তারা দুই ডোজ টিকাও নিয়েছে। এছাড়া হল প্রশাসনও স্বাস্থ্যবিধি মানার জন্য তাগিদ দিচ্ছেন।

প্রসঙ্গত, রোববার সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেওয়ার কার্ড এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখানোর শর্তে হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার (৫ অক্টোবর) স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে ওঠেন।