যেসব কারণে তালা ভেঙে আবাসিক হলে উঠছেন শিক্ষার্থীরা

ফানাম নিউজ
  ০২ অক্টোবর ২০২১, ১৯:৪৮

করোনা মহামারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনেক শিক্ষার্থী গ্রামের বাড়িতে ফিরে না গিয়ে বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। করোনা সংক্রমণ কমায় আগামী ৫ অক্টোবর ঢাবির আবাসিক হল খোলার সিদ্ধান্ত হলে এর আগেই শিক্ষার্থীরা আবাসিক হলের তালা ভেঙে ১ অক্টোবর হলে উঠছেন। সূত্র: আরটিভি

ঢাবির হলে উঠা শিক্ষার্থীদের যুক্তি, এই পাঁচ দিন ভাড়া বাড়িতে থাকলে পুরো মাসের ভাড়া গুনতে হবে তাদের। তাই ১ অক্টোবর আবাসিক হলে উঠেন শিক্ষার্থীরা।

এই পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনার জন্য শনিবার (০২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি বৈঠক ডেকেছেন উপাচার্য মো. আখতারুজ্জামান। তিনি বলেন, বৈঠকে হল প্রাধ্যক্ষদের কাছ থেকে তথ্যগুলো নেওয়া হবে। এরপর বোঝা যাবে, বিষয়টি কী।

গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের ৫ অক্টোবর সকাল আটটা থেকে আবাসিক হলে তোলা হবে।

এর মধ্যে গতকাল শুক্রবার অমর একুশে হলে তালা ভেঙে কক্ষে উঠে পড়েন শিক্ষার্থীরা। হলের প্রাধ্যক্ষ ইসতিয়াক এম সৈয়দসহ অন্য কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফায় আলোচনায় বসলেও শিক্ষার্থীরা হল ছাড়তে রাজি হননি। গতকাল সন্ধ্যায় ড. মুহম্মদ শহীদুল্লাহ হলেও কিছু শিক্ষার্থী উঠে পড়েন। একই খবর পাওয়া গেছে অন্তত আটটি আবাসিক হল থেকে।

একাধিক শিক্ষার্থী বলেন, করোনা মহামারিতে গ্রামে ফিরে না গিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় ছিলাম। ৫ অক্টোবর হল খোলা হলে এই পাঁচ দিনের জন্য পুরো মাসের বাসা ভাড়া দিতে হবে। তাই বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় নিজেরাই হলে উঠতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থীরা ভুল প্রক্রিয়ায় হলে উঠেছে। ভুলটা না করে তাদের উচিত ছিল, প্রভোস্ট হলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা, তার সঙ্গে কথা বলা এবং যে বিষয়গুলো তারা বলেছে, সেগুলো তারা আগেও বলতে পারত। অবশ্য আমরা জানতে পেরেছি, কিছু শিক্ষার্থীর অবস্থা সত্যি খুব মানবেতর। তাদের বিষয়টি আমরা বিবেচনায় রাখছি।

উল্লেখ্য, করোনার কারণে গত বছরের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এর তিন দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ করা হয়। করোনা সংক্রমণ কমে আসায় দেড় বছর পর গত শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এর ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও খুলছে।