ঢাবি থেকে আগাম অবসরের আবেদন সামিয়া রহমানের

ফানাম নিউজ
  ১৯ এপ্রিল ২০২২, ০৯:১০
আপডেট  : ১৯ এপ্রিল ২০২২, ০৯:১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকতা থেকে আগাম অবসর চেয়ে আবেদন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া রহমান।

সম্প্রতি তিনি এ আবেদন করেন বলে মঙ্গলবার (১৯ এপ্রিল) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ড. আবুল মনসুর আহমেদ বলেন, চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরে যেতে চান সামিয়া রহমান। এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান বরাবর করা আবেদনের কপি রেজিস্ট্রারের দপ্তরে পাঠানো হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, ছুটির মেয়াদ গত ৩১ মার্চ শেষ হলেও সামিয়া রহমান বর্তমানে বিদেশে রয়েছেন। তিনি বিনা বেতনে আরও এক বছরের ছুটির আবেদন করলে কর্তৃপক্ষ তা মঞ্জুর করেনি।

প্রসঙ্গত, ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন সামিয়া রহমান। এরপর পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হন। কিন্তু ২০২১ সালে গবেষণায় চৌর্যবৃত্তির দায়ে তাকে এক ধাপ পদাবনতি দেওয়া হয়।

সূত্র: আরটিভি