রাজশাহীতে করোনায় চারজনের মৃত্যু

ফানাম নিউজ
  ২৯ জানুয়ারি ২০২২, ১১:১০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তদের মধ্যে
করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে অন্য আরো দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা রাজশাহী ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
সূত্র: আরটিভি

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৬৪ দশমিক ৫২ শতাংশ। যা গতকাল ছিল ৭৪ দশমিক ৮৪ শতাংশ।

রাজশাহীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ শনিবার থেকে রাজশাহী শহরের দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়।এর আগে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গঠিত জেলা সমন্বয় কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।