নির্বাচনি প্রচারণায় বাধা ও সুষ্ঠু ভোটের দাবিতে সংবাদ সম্মেলন 

ফানাম নিউজ
  ২৮ জানুয়ারি ২০২২, ১৬:৩৯

কুমিল্লায় নির্বাচনি প্রচারণায় বাধা ও সুষ্ঠু ভোটর দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক চেয়ারম্যান প্রার্থী। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে মুরাদনগর উপজেলার ৮ নং চাপিতলা ইউনিয়নের চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুল আলম (দিপু) নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন। সূত্র: আরটিভি

এসময় তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের তফসিল অনুযায়ী মুরাদনগর উপজেলাধীন চাপিতলা ইউনিয়নে অনুষ্ঠিত হইবে। নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু মুসা আল কবির ও তার কর্মী সমর্থকরা বিভিন্ন স্থানে হামলা করে।

কয়েকদিন ধরে একাধিকবার রাস্তা-ঘাটে আক্রমণ করে হত্যার হুমকিসহ নির্বাচন হতে সরে যাওয়ার জন্য হুমকি ধমকি প্রদান করে। বিষয়টি ইতিপূর্বেও স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানানাে হয়েছে।

তিনি আরো বলেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমি আইনগত কোনো সহায়তা পাইতেছি না। যার ফলে আমি হতাশাগ্রস্থ হয়ে পড়েছি।

সুষ্ঠ নিরপেক্ষ নির্বানের ব্যাপারে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহন করতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।