শিরোনাম
স্বপ্নের মেট্রো রেলের কাজ এগিয়ে যাচ্ছে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত অংশের সর্বশেষ স্প্যান বসেছে আজ। এর মাধ্যমে শেষ হলো মেট্রোরেলের প্রথম একটি অংশের স্প্যানের পুরোপুরি কাজ। সূত্র: আরটিভি
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনে পিয়ার-৫৮২ ও-৫৮৩ সংযোগকারী এই স্প্যান বসানো হয়।
ঢাকায় মেট্রোরেল নির্মাণের দায়িত্বে নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সকালেই মেট্রোরেলের শেষ স্প্যানের দুই পাশে লাগানো হয় বাংলাদেশের জাতীয় পতাকা। এরপর ক্রেনের মাধ্যমে আস্তে আস্তে উপরে ওঠানো হয়।
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে উড়ালপথের ওপর রেললাইন বসানো হয়। ওই অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল করছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশে উড়ালপথের স্প্যান বসানো শেষ হলো। এবার এই অংশে শুরু হবে রেললাইন বসানো, বিদ্যুৎ-ব্যবস্থাপনাসহ অন্যান্য কাজ।
২০১২ সালে গৃহীত হয় মেট্রোরেল প্রকল্প। এ প্রকল্পের দৈর্ঘ্য হবে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত, ২০ দশমিক ১ কিলোমিটার। অর্থাৎ এ এলাকায় বসবাসকারী লাখো নগরবাসী মেট্রোরেল ব্যবহার করে গন্তব্যে যাতায়াত করতে পারবেন।
এ প্রকল্পে ২৪ সেট ট্রেন চলাচল করবে। প্রত্যেকটি ট্রেনে থাকবে ৬টি করে কার। ঘণ্টায় ১শ’ কিলোমিটার বেগে ছুটবে যাত্রী নিয়ে।