শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোদি

ফানাম নিউজ
  ১০ জুলাই ২০২২, ১৮:২৫

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মধ্যে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে দৃঢ় সহযোগিতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় মোদি বলেন, আমাদের জনগণের উন্নতির সঙ্গে সঙ্গে এই উৎসব আমাদের ত্যাগ এবং ভাগাভাগি করে নেওয়ার গুণাবলির কথা স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে, আমাদের সমাজের কম ভাগ্যবান সদস্যদের সঙ্গে, যাদের স্বার্থ আমার ও আপনার এবং আমাদের উভয়ের সরকারের কাছেই অগ্রাধিকার পেয়েছে।

তিনি বলেন, এ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সহযোগিতা ও অংশীদারত্বকে আরও জোরদার করার অঙ্গীকার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়, যার মাধ্যমে আমরা ক্রমবর্ধমান জটিল এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জিং পরিবেশ থাকা সত্ত্বেও আমাদের নাগরিকদের জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পারি।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার জন্য অপেক্ষায় আছেন বলেও উল্লেখ করেন মোদি।