শিরোনাম
জার্মানির কলোনে বিশ্বের সর্ববৃহৎ খাদ্যপণ্যের মেলা আনুগা বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ। কলোন মেলা সেন্টারে ৯ থেকে ১৩ অক্টোবর এ মেলা চলছে। খাদ্য ও পানীয় পণ্য শিল্পের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় বাণিজ্য মেলা এটি। এ বছর মেলায় ৯৯টি দেশ থেকে প্রায় ৫ হাজার কোম্পানি তাদের উৎপাদিত খাদ্য ও পানীয় শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন করছে।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এবং জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে প্রথমবারের মতো মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ। বাংলাদেশের উৎপাদিত বিভিন্ন পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দিতে বাংলাদেশ থেকে ৬টি কোম্পানি অংশগ্রহণ করেছে এ বছর কলোন আনুগা বাণিজ্য মেলায়।
জার্মানিতে নিযুক্ত বাংলাদেশ অ্যাম্বাসির কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, বাংলাদেশে উৎপাদিত খাদ্য এবং কৃষিজাত পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এ মেলায় অংশগ্রহণ জরুরি ছিল। তাই বাংলাদেশ প্রথমবারের মতো আনুগা বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে এবং এখন থেকে প্রতি বছর অংশগ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, এগ্রো প্রোডাক্ট রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। তিনি জানান, ২০০৮-০৯ অর্থবছরে এ খাতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ১২২ মিলিয়ন; যা ২০২০-২১ অর্থবছরে প্রায় দশগুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০২৪ মিলিয়ন ডলার।
বাংলাদেশ থেকে এ বছর মেলায় অংশগ্রহণ করেছেন- ডেনিশ ফুডস লিমিটেডের দেবাশিষ, স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিরেক্টর মাইন উদ্দিন, জিশান ফুড অ্যান্ড বেভারেজের জিয়াউর রহমান এবং শহিদুল ইসলাম এবং অভিজিত ফুড অ্যান্ড বেভারেজের সিইও মোস্তাফিজ রহমানসহ কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধি।
বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধিরা জানিয়েছেন, বিভিন্ন দেশের ক্রেতাদের সঙ্গে বাংলাদেশে উৎপাদিত পণ্যের যোগসূত্র স্থাপন করতে তারা এ মেলায় অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন খাদ্য এবং পানীয় বিশ্ববাজারে পৌঁছে দিয়ে দেশের রপ্তানি আয় বৃদ্ধি করতে তারা কাজ করছেন। মেলা থেকে আশানুরূপ সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধিরা। সূত্র: যুগান্তর