শিরোনাম
অবৈধ অভিবাসীদের আটকে ‘চিরুনি অভিযান’ চালাচ্ছে সৌদি আরব। এক সপ্তাহেই আটক করা হয়েছে ১৬ হাজার ১৫১ জনকে। গত ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে তাদের আটক করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, আবাসন, শ্রমবিধি ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিধান ভঙ্গের দায়ে এই অভিবাসীদের আটক করা হয়েছে। এর মধ্যে আবাসন সংক্রান্ত নিয়ম ভঙ্গের দায়ে ছয় হাজার ৯৭০ জন, সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে সাত হাজার ১৯৩ জন এবং শ্রমবিধি ভঙ্গের দায়ে এক হাজার ৯৮৮ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৯ হাজার ২৮১ জনকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া আবাসন, শ্রমবিধি ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিধান লঙ্ঘনকারীদের পরিবহন এবং তাদের আশ্রয় দেওয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে।
কর্তৃপক্ষ দফায় দফায় সতর্ক করে বলেছে, ‘অনুপ্রবেশকারীদের’ সৌদিতে প্রবেশের সুযোগ করে দেওয়া, তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনও ধরনের সহায়তা দেওয়া হলে অভিযুক্তদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সূত্র: বাংলা ট্রিবিউন