শিরোনাম
ভিআইপি সুবিধা নিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর স্ত্রীর ভাতিজা হিসেবে নিজের পরিচয় দিতেন তিনি। এই অপরাধের কারণে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির বিচারক।
এএফপির খবরে জানা যায়, প্যারিসের ওই আদালত প্রতারণার অভিযোগে ওই ব্যক্তিকে ৩০ মাসের দণ্ড দিয়েছেন। অবশ্য এর মধ্যে ১৮ মাসের দণ্ড মওকুফ করা হয়েছে।
ওই ব্যক্তি ব্রিজিত মাখোঁর ভাতিজা পরিচয় দিয়ে রেসের ফর্মুলা ওয়ান টিকিট পাওয়ার চেষ্টা করেন। পরে অবশ্য তিনি ধরা পড়ে যান।
বিচারক বলেন, ‘আদালত ঘটনাগুলোর গুরুত্ব অনুধাবন করে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ ওই ব্যক্তি মানসিক অসুস্থতার কারণে চিকিৎসা নিতে চান বলেও জানিয়েছেন আদালত। মনস্তাত্ত্বিক একটি প্রতিবেদনে অবশ্য তাঁর মিথ্যা বলাকে মানসিক অসুস্থতা হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে পুরোপুরি মানসিক রোগী হিসেবেও তাঁকে বর্ণনা করা হয়নি।
সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি আদালতকে বলেন, ‘মর্যাদা, সম্মান ও বিশেষ সুবিধা’ আকর্ষণ করত তাঁকে। তবে অর্থ বা কারও ক্ষতি করতে তিনি ব্রিজিত মাখোঁর আত্মীয়ের পরিচয় দেননি।
ওই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও এ ধরনের ১৭টি অভিযোগ এসেছে।